বাকেরগঞ্জে ১০ বছরের শিশু ধর্ষন!
মোঃ ইকবাল হোসেন নিরব ভোলা জেলা প্রতিনিধি।
|
![]() নিউজ ডেস্কঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের ফিরোজ হাওলাদারের তৃতীয় শ্রেনীর পড়ুয়া ১০ বছরের কন্যা ছদ্মনাম (জরিনা) ধর্ষনের শিকার হয়েছে।
৬ আগস্ট (শনিবার) রাত ৯ টায় (জরিনা)তার বাড়ির সামনে দক্ষিণ সাদিস বাজারে বাবাকে খুজতে বের হয়। দক্ষিণ সাদিস গ্রামের মৃত্য মানিক হাওলাদারের পুত্র দেলোয়ার হাওলাদার (৫০) ঐ বাজারের একজন দোকানদার। দেলোয়ার হাওলাদার জরিনাকে একা দেখতে পেয়ে দোকানে ডেকে নিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে তার দোকানের পিছনের রুমে খাটের উপরে উঠিয়ে ধর্ষন করতে চায়। জরিনা জোরে চিৎকার চেচামেচি করে,বাজারের লোকজন তার চিৎকার শুনে দোকানদার দেলোয়ার হাওলাদারকে দরজা খুলতে বলে। লোকজনের উপস্থিতি টের পেয়ে ধর্ষক দেলোয়ার পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। বাজারের অন্যান্য দোকানদার ও স্থানীয় লোকজন ধর্ষণের শিকার জরিনাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করে। জরিনার মা রোকসানা বেগম খবর পেয়ে বাজারে ছুটে আসেন। স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে এসআই আমিনুল ও এএসআই আজাদ ধর্ষনের শিকার জরিনাও তার মা বাবাকে ৭ আগস্ট রাত ১ টায় পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসেন। |