গুচ্ছের পরীক্ষা দিতে এসে তীব্র যানজটের শিকার শিক্ষার্থীরা।
সাকিব হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
|
![]() নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। গণপরিবহনের বাসগুলোকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত চলাচলের নির্দেশ দেয়া হলেও মানেনি তারা। চলছে সদরঘাট পর্যন্ত। এতে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ভোগান্তি চরমে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরাও হিমশিম খেয়েছেন যানজট নিরসনে। ভর্তি পরীক্ষা দিতে আসা সাভার কলেজের শিক্ষার্থী আকাশ বলেন, শাহবাগ থেকে গুলিস্তান পর্যন্ত আসতে আমার প্রায় ২ ঘন্টা সময় লেগেছে। গুলিস্তান থেকে জবিতে আসতে আরও ১ ঘন্টা, রাস্তায় অনেক জ্যাম ছিল। সকাল সাড়ে সাতটায় বাসা থেকে বের হয়েছি, মাত্র পৌঁছালাম। যানজট নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে আমাদের ভোগান্তি কম হতো। আরেক ভর্তি পরীক্ষার্থী মাইলস্টোন কলেজের শিক্ষার্থী আসিফ বলেন, পরীক্ষাটা শুক্রবারে হলে ভালো হতো। রাস্তায় এখন প্রচুর যানযট। উত্তরা থেকে পুরান ঢাকা আসতে আসতেই প্রায় অসুস্থ হয়ে গেছি। এতোটা সময় তীব্র যানজটে বাসে আসা অনেক ভোগান্তির।
বাইরের তিনটি উপকেন্দ্র রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৪ হাজার ৫৪৬ জন, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৬৯৬ জন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ৩ হাজার ২০০ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরুর আগে দেখা যায়, অন্য কেন্দ্রের ৪১ জন পরীক্ষার্থীরা ভুলবশত জবিতে চলে আসে। তবে মানবিক দিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিশেষ ব্যবস্থাপনায় ওই পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়েছে জবি কর্তৃপক্ষ। |