কলাপাড়ায় নদী তীরের মাটি চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু।।
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় নদী তীরের মাটির নিচে চাপা পড়ে মো.বাপ্পী মোল্লা নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির গাজীর খেয়াঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী তীরে এ ঘটনা ঘটে। মৃত বাপ্পী মোল্লা ওই ইউপির জালাল পুর গ্রামের মালেক মোল্লার ছেলে ও আক্কেলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন। স্থানীয়দের সূত্রে জানা যায়, বিকেলে বাপ্পীসহ চার শিশু আন্ধারমানিক নদী তীরের ভাঙ্গন কবলিত ওই এলাকায় খেলা করছিল। খেলার সময় হঠাৎ বিশালাকৃতির একটি মাটির চাকা ভেঙ্গে পড়লে বাপ্পীসহ আরো এক শিশু নিচে চাপা পড়ে। এসময় পাশের মাঠে কৃষিকাজ করতে থাকা কৃষকরা এগিয়ে এসে এক শিশুকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হলেও বাপ্পীকে উদ্ধারে সময় লেগে যায়। পরে বাপ্পীকে উদ্ধার করা হলে ততক্ষণে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়েছি। পরবর্তী আইনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
|