ডিআইইউতে আন্ত বিভাগের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
সজিব হাসান, ডিআইইউ প্রতিনিধি।
|
![]() নিউজ ডেস্কঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজন করা হয়েছে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট। উক্ত খেলায় অংশগ্রহণ করতে পারবে উক্ত ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
মোট ১০ টি ব্যাচের মধ্যে খেলায় অংশগ্রহণনের সুযোগ পেয়েছে আটটি দল। প্রতিটি দলের নামকরণ করা হয়েছে বিভিন্ন দার্শনিকদের নাম অনুসারে। টিম প্লেটো,টিম হব হাউস, টিম ম্যাকেয়াভ্যালি,টিম এরিস্টটল সহ অন্যান্য দার্শনিকদের নাম অনুসারে। টুর্নামেন্টটি চলবে আগামী তিন দিন যাবৎ। ইতিমধ্যে আজ থেকে শুরু হয়েছে উদ্বোধন ম্যাচ এবং উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ফজলুল হক পলাশ সহ বিভাগীয় সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। |