পটুয়াখালীতে শুরু হয়েছে ও,এম, এসের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি।
মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
|
![]() নিউজ ডেস্কঃ পটুয়াখালীতে ইতিমধ্যে শুরু হয়েছে সারাদেশের ন্যায় ওএমএস কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজি মূল্যে প্রতিজনকে ৫ কেজি করে চাল বিক্রির কার্যক্রম।
১লা সেপ্টেম্বর বৃহষ্পতিবার সকাল ৯ টায় ডিসি কোর্ট মসজিদ সংলগ্ন ফোরকান মৃধা ডিলারের দোকানের সামনে ওএমএসের আওতায় স্বল্প মূল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় ওএমএসের চাল বিক্রি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাজেদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, জেলা জাসদের সাধারণ সম্পাদক শ ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ লিয়াকত আলী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রিফাত হাসান সজিব, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পরিদর্শক শারমিন জাহান, পরিদর্শক রাহিমা বেগম, পরিদর্শক মোঃ শাহাদৎ হোসেনসহ সুবিধাভোগীবৃন্দ।
পটুয়াখালী সদরে ১০ জনসহ জেলায় মোট ৩৩ জনের মাঝে ওএমএস ডিলারের মাধ্যমে সপ্তাহে ৫ দিন করে উক্ত দরে চাল বিক্রি করা হবে।এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
|