বেতাগী ছাত্রলীগ সভাপতির দাবী, মুপার এডিট করে মাদকের ছবি ভাইরাল করা হয়েছে।
মাহমুদ হাসান তাপস, বরগুনা সংবাদদাতা।
|
![]() নিউজ ডেস্কঃ সংবাদ সম্মেলনে বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ মিথুন। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মিথুন বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার সুনাম ক্ষুন্ন করতে এই যড়যন্ত্র করেছে। তারা যে ছবিগুলো ছড়িয়েছে তা এডিট করা। আপনারা চাইলে আমি ডোপ টেস্ট করাতে পারি।
তিনি আরও বলেন, যারা আমার বিরুদ্ধে এমন গুজব রটিয়েছে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করবো। এবং এডিট করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার তীব্র নিন্দা জানাচ্ছি।
সংবাদ সম্মলেন এসময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মারুফ মিরাজ, বুড়া মজুমদার ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শাকিল হোসেন মিরাজ, কাজিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আল আমিন আপন সহ প্রমুখ।
|