শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে কলাপাড়ায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।।
মোয়াজ্জেম হোসেন পটুয়াখালী।
|
![]() পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, মঙ্গলসূূূখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ড.শহীদুল ইসলাম বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোখলেছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা রিপন কুমার দাস, মঙ্গলসূখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম এবং কলাপাড়া মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক শুভ্রা চক্রবর্তী প্রমুখ।
এদিন উপজেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে শেখ রাসেল বিষয়ক চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা শেষে মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
|