আড়পাড়া গ্রামের ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
আশরাফুজ্জামান,স্টাফ রিপোর্টারঃ৷
|
![]() নিউজ ডেস্কঃ বাহারী ডিজাইন এর গহনা,আর রং বে রং এ সাজানো নৌকা নিয়ে ঐতিহ্য বাহী গান আর বাদ্যের তালে তালে একসাথে বৈঠা চালিয়ে বাইচের নৌকা চলে হেলেদুলে, জলপরি, জলময়ুরী,সোনার তরী নামের নৌকা গুলোর সাথে প্রতিযোগিতা চলে।
গ্রাম বাংলার সংস্কৃতির অংশ হিসেবে আজ বিকাল ৩ টার সময় হয়ে গেল কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়ন এর আড়পাড়া গ্রামের ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। নদীর দুই পাড় জুড়েই ছিল হাজার হাজার দর্শকের উপস্থিতি। তীব্র প্রতিদন্ধীতাপুর্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হোগলাকান্দি গ্রামের বরকত শেখের নৌকা ও দ্বিতীয় স্থান অধিকার করে চরপাড়া গ্রামের উকিল মিনার নৌকা । উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহেশপুর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লুথু মিয়া।এ সময় আর ও উপস্থিত ছিলেন মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, কাজী মজিবুর রহমান, ও মেলা আয়োজন কমিটির সভাপতি নজির আলী খান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
|