দেশে সয়াবিন তেলের দাম আরো এক ধাপ কমলো।
এস এম আওলাদ হোসেন।
|
![]() নিউজ ডেস্কঃ দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানো হয়েছে। লিটারে তা কমেছে ১৪ টাকা।বোতলজাত ১ লিটার তেলের মূল্য ১৭৮ টাকা এবং ৫ লিটারের দর ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩রা অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, বোতলজাতের পাশাপাশি প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম কমেছে ১৭ টাকা। লিটারে এ তেলের নতুন দর ধার্য করা হয়েছে ১৫৮ টাকা। ভোজ্যতেল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি জানিয়েছে, সয়াবিন তেলের নতুন দাম মঙ্গলবার (৪ঠা অক্টোবর) থেকে কার্যকর হবে। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে ভোজ্যতেলের দরপতন হয়েছে। ফলে গত ১৭ জুলাই সয়াবিন ও পাম তেলের দাম কমায় তেল বিপণনকারী কোম্পানিগুলো। তবে গত ২৩ আগস্ট আবার সয়াবিনের মূল্য লিটারপ্রতি ৭ টাকা বাড়ানো হয়। অবশেষে দেড় মাসের ব্যবধানে সেই দর কমানো হলো। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডলারের মূল্যবৃদ্ধি ও এলসি খোলার জটিলতা নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে বৈঠক করেন ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠনের নেতারা। তাতে উল্লেখ করা হয়, সেটি শেষে ভোক্তাদের সুবিধার্থে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়। |