শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শিশুদের জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ।
রাজন সরদার, স্টাফ রিপোর্টার :
|
![]() নিউজ ডেস্কঃ ”উৎসব হোক আনন্দের” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরাবরের মতো এবারো অসাম্প্রদায়িক,অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য আমরা র পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গুণারী শীতলচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে,পুজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ লাল মন্ডলের সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বী হতদরিদ্র পরিবারের সাথে পূজোর আনন্দ ভাগাভাগি করতে,উক্ত সংগঠনের সম্মানিত পৃষ্ঠপোষক আমেরিকায় অবস্থান রত দিপংকর রায়ের সহযোগিতায় নতুন বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিশুদের জন্য আমরা সংগঠনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য নীল কমল সানা,সম্মানিত সভাপতি বেলাল হোসেন,কোষাধ্যক্ষ অনিমেশ সরদার,শরিফুল ইসলাম,রিয়াজুল ইসলাম,গাজী নাজমুল হাসান রাজু,শেখ রিজু আহমেদ,তন্ময় মন্ডল সহ সংগঠনের স্বেচ্ছাসেবী বৃন্দ।এছাড়া গুণারী শীতলচন্দ্র সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন,গোবিন্দ লাল মন্ডল,জয়ন্ত মন্ডল,প্রশান্ত সরদার,সুশান্ত ঢালী,সমীরন ঢালী,তরুণ মন্ডল,তারক চন্দ্র সরদার,রথীন্দ্র সরদার সহ নলিয়ান নৌ থানার পরিদর্শক সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বৃন্দ। |