বরগুনা সদরে ডিবির অভিযানে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার ১।
মাহমুদ হাসান তাপস বরগুনা।
|
![]() নিউজ ডেস্কঃ বরগুনা জেলা গোয়েন্দা সংস্হা ডিবির মাদক নির্মূল অভিযানে শহর উপকন্ঠে এক কেজি গাঁজাসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম যুগল চন্দ্র। সে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম মনসাতলী গ্রামের মৃত নলিন চন্দ্র দাসের ছেলে। বরগুনা জেলা গোয়েন্দা সংস্হার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান জানান, আজ ৭ অক্টোবর বেলা আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে গৌরিচন্না ইউনিয়নের বরগুনা টু ঘটবাড়িয়া সড়কের মোল্লা বাড়ির সামনে মাদক কেনাবেচার খবর পাই। এসময় ডিবির একটি টিম পশ্চিম মনসাতলী গ্রামে অভিযান চালিয়ে যুগল চন্দ্র দাস (৪০) কে এক কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য অর্ধ লক্ষ টাকা।
মোঃ শহিদুল ইসলাম বলেন, বরগুনাতে মাদক নির্মূল অভিযান চলমান প্রক্রিয়া। এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত যুগল চন্দ্রের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
|