কলাপাড়ায় বিষপানে গৃহবধূর আত্নহত্যা।
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া।
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিষপানে সালমা বেগম(৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে এগরোটার দিকে উপজেলার চাকামইয়া ইউপির কুমড়াখালী শান্তিপুর গ্রামে গৃহবধূর শশুর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্বামী এবং স্বজনরা কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত গৃহবধূ ওই গ্রামের কৃষক আল-আমিন মুসুল্লির স্ত্রী।
মৃতের স্বামী জানান, সকালে নিজ হাতে গরম ভাত রান্না করে তার চার মেয়েসহ তাকেও খাওয়ান স্ত্রী সালমা। পরে তিনি গরুর ঘাস কেটে ঘরে ফিরলে বড় মেয়ের সঙ্গে তার স্ত্রীর বাকবিতন্ডা চলছে এমন দৃশ্য দেখতে পান। এসময় মায়ের সাথে উচ্চস্বরে কথা বলায় মেয়েকে লাঠি হাতে শাসন কনের তিনি। এর কিছুক্ষণ পরে তার স্ত্রী সবার অগোচরে ঘরে রাখা কিটনাশক (বাসোডিন) খেয়ে অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ওসি তদন্ত মো. মোস্তাফিজ জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
|