কুয়াকাটা রাখাইন মার্কেট ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া প্রতিনিধি।
|
![]() কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ কুয়াকাটা রাখাইন মার্কেট ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহারের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত কমিটির সভাপতি বজলুর রহমান হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সংশ্লিষ্ঠ ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ শহিদ দেওয়ান, পৌর শ্রমিক লীগ সভাপতি মোঃ আব্বাস কাজী, সাবেক কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু প্রমুখ।এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ আনোয়ার হোসেন,সহ-সভাপতি ইসলাম হোসেন(দুলাল) সাধারণ সম্পাদক ডাঃ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম কাজী ও যুগ্মসাধারণ সম্পাদক সুমন সিকদার সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়।
|