আগামীকাল দক্ষিণ অঞ্চলের পায়রা বন্দরের ৮ টি সহায়ক জলযান ভিডিও কনফারেন্স মাধ্যমে উদ্বোধন করবেন শেখ হাসিনা।
মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
|
![]() নিউজ ডেস্কঃ বাংলাদেশের উন্নয়নের সমৃদ্ধি নিয়ে আগামীকাল ২৭শে অক্টোবর পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। গন ভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী সংযুক্ত থাকবেন। উদ্বোধন উপলক্ষে বন্দর কতৃপক্ষের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে।
![]() পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যনেলে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। দিন দিন এই সমুদ্র বন্দর সমৃদ্ধ হচ্ছে।আগামীকাল বৃহস্পতিবার এই বন্দর চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং সহ বন্দরের ৮টি সহায়ক জলযান এর উদ্বোধন করবেন জননেত্রী প্রধানমন্ত্রী। এছাড়া পায়রা বন্দরের ৬৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম টার্মিনাল সহ ৬-লেন বিশিষ্ট সংযোগ সড়ক ও আন্দারমানিক নদীর উপর ১.১৮ কি.মিটারের ৪লেন বিশিষ্ট সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উন্মোচন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এছাড়াও বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, ২০১৩ সালের ১৯ নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্র বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। |