ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হামিদুল হক
এস এম আওলাদ হোসেন
|
![]() প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল হামিদুল হক। বুধবার (২৬শে অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামান সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।মেজর জেনারেল হামিদুল হক ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। আইএসপিআর সূত্রে জানা যায়, হামিদুল হক ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৯০ সালে সেনাবাহিনীর ইনফেন্ট্রি কোরে কমিশন প্রাপ্ত হন। সর্বশেষ তিনি সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেটের এরিয়া কমান্ডার ছিলেন। |