উখিয়ায় ক্যাম্পে জসিম হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার।
কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।
|
![]() নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোঃ জসিমকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় ৫ জনকে গ্রেফতার করেছে ৮ এপিবিএনের সদস্যরা। গত ২৬ অক্টোবর বুধবার ভোরে এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটে। এঘটনায় নিহত জসিম এর মা বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন, উখিয়া থানার মামলা নং -৮৮, তাং-২৮/১০/২০২২ রুজু করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,৯ নং ক্যাম্পের ১/এফ ব্লকের নজির আহম্মদ এর ছেলে মোঃ একরাম উল্লাহ (৩০)১০ নং ক্যাম্পের ৩১/এফ ব্লকের মৃত আনু মিয়ার ছেলে মোঃ শাকের (৩৮)একই ক্যাম্পের কালা হোসেন এর ছেলে মোহাম্মদ জাবের (২৩)শেখ আহম্মদ এর ছেলে নুরুল আমিন (২৭)হামিদ হোসেন এর ছেলে আমির হোসেন (১৯)। ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ শুক্রবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান,ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জসিম হত্যাকান্ডের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতারে ৮ এপিবিএন জোর তৎপরতা শুরু করে।এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টা থেকে রাত ১২ পর্যন্ত পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে ক্যাম্প-০৯ ও ১০ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহারনামীয় ৫ জন আসামীকে গ্রেফতার করে পানবাজার পুলিশ ক্যাম্প। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। |