গত অর্থবছরে ৮ হাজার ৫৭১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন…..বিএফআইইউ।
এস এম আওলাদ হোসেন।।
|
![]() নিউজ ডেস্কঃ গত অর্থবছরে ৮ হাজার ৫৭১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর আগে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত প্রায় সাড়ে ৫ হাজার ব্যাংক লেনদেনকে সন্দেহজনকভাবে শনাক্ত করেছে বিএফআইইউ। গত অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এমন চিত্র ধরা পড়ে। এটি করতে গিয়ে গ্রাহকের সোয়া ২ কোটির বেশি আর্থিক লেনদেন (সিটিআর) যাচাই-বাছাই করা হয়। এক্ষেত্রে অর্থ পাচার ছাড়াও মোট ২৭টি ক্যাটাগরিতে এসব লেনদেনে অপরাধ সংঘটিত হতে পারে বলে সন্দেহ করা হয়েছে। তবে বিস্তারিত তদন্ত শেষে সুনির্দিষ্টভাবে যেসব লেনদেনে অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ মিলবে সেসব লেনদেনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক থেকে এ রকম নির্দেশনা দেয়া হয়েছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলোকে। |