বরিশালের সমাবেশে যোগদিতে যাওয়া নিহত ছগিরের বাড়িতে বিএনপি নেতৃবৃন্দ।
মাহমুদ হাসান তাপস বরগুনা।
|
![]() নিউজ ডেস্কঃ গত ৫ নভেম্বরের বিএনপির সমাবেশে যোগদিতে যাওয়ার পথে বলেগেট থেকে ছিটকে পড়ে গিয়ে নিহত ছগির খানের বাড়িতে সমবেদনা জানাতে আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হন। এসময় বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিরিন সুলতানা নিহত ছগির খানের স্ত্রী ফেরদৌসি বেগম কে সান্ত্বনা প্রদান করেন। নিহত ছগির খানের বাড়িতে এসময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহাবুবুল আলম ফারুক মোল্লা, সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা, যুগ্ম আহবায়ক এ জেড এম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রিমা জামান, হুমায়ুন হাসান শাহীন, নলটোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান তারিকুজ্জামান টিটু জেলা বিএনপি ও তার অংগ সংগঠনের নেতা কর্মীরা।
উল্লেখ্য গত ৪ নভেম্বর নলটোনা ইউনিয়নের বিএনপির কর্মীরা বরিশালের মহাসমাবেশে যোগদান করতে বিকেলে নলটোনা পুরানো লঞ্চঘাট এলাকায় সমবেত হয়। এসময় কর্মীদের নিতে আসা বহনকারী একটি বালুটানা বলগেটে উঠতে গিয়ে ইউনিয়ন যুবদল কর্মী ছিটকে পড়ে গিয়ে বুকের বামপাশে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এব্যাপারে বরগুনা থানায় একটি ইউডি মামলা নেয়া হয়েছ!
|