বরগুনায় ২০০ পিস ইয়াবা সহ ডিবির হাতে হিজড়া আটক।
মাহমুদ হাসান তাপস বরগুনা।
|
![]() নিউজ ডেস্কঃ বরগুনা জেলা গোয়েন্দা সংস্হা (ডিবি) মাদক বিরোধী অভিযানে এক হিজড়াকে ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে। আটককৃত তৃতীয় লিঙ্গের নাম সপ্না খলিফা। সে আমতলী উপজেলার ৪নং হলদিয়া ইউনিয়নের ধলু খলিফার সন্তান। বরগুনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান জানান, দীর্ঘদিন ধরে গোপনে গ্রেফতারকৃত তৃতীয় লিঙ্গ স্বপ্না খলিফা ইয়াবা বেচাকেনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত আটটার দিকে বরগুনা ডিবি পুলিশের উপ পরিদর্শক জাহিদুল কবির সহ আমার নেতৃত্বে সপ্না খলিফার আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসায় অভিযান চালাই। অভিযানে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এব্যপারে স্বপ্না খলিফাকে আসামী করে আমতলী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০ এর (খ) ধারায় উপ পুলিশ পরিদর্শক জাহিদুল কবির বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।
ডিবি ওসি শহিদুল ইসলাম খান মিলন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি ও বরগুনা জেলা পুলিশের অভিভাবক মোঃ আঃ ছালামের পরামর্শে বরগুনা জেলায় বরগুনা জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
|