শুক্রবার ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মওলানা ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২, ১:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মওলানা ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ই নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাকে টাঙ্গাইলের সন্তোষে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার পরিবার, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুরিদান, ভক্ত, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।

সকাল সাড়ে ৭টায় মজলুম জননেতার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং ক্যাম্পাসে অবস্থিত শাহ্ নাসিরউদ্দিন বোগদাদী এতিমখানায় কোরআন খতম ও এতিমদের জন্য খাবার পরিবেশন করা হবে। এছাড়াও ভাসানীর মাজারের অদূরে দরবার হল ও আশে পাশের এলাকায় ৩ দিন ব্যাপী মেলা বসেছে।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী অধিকারবঞ্চিত অবহেলিত মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় আজীবন নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন। জাতীয় সংকটে জনগণের পাশে থেকে মওলানা ভাসানী দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন নির্মোহ, অনাড়ম্বর ও অত্যন্ত সাদাসিধে। তার সাধারণ জীবনযাপন এ দেশ ও জনগণের প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন। শোষণ ও বঞ্চনাহীন, প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য মাওলানা ভাসানী আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল। বাঙালি জাতিসত্তা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মওলানা ভাসানী।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মাওলানা ভাসানীর জন্ম। সিরাজগঞ্জে জন্ম হলেও মাওলানা ভাসানী তার জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, একজন ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী, একজন সুফী সাধক, সমাজতন্ত্রে বিশ্বাসী ও সমাজসেবী ভাসানীর মাজারে বিশ্বাবিদ্যালয়ের সকলকে নিয়ে ফুল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভাসানীর স্মৃতি সংরক্ষণের জন্য চেষ্টা অব্যাহত আছে। এছাড়াও আর্কাইভ তৈরির জন্য পদক্ষেপ নিয়েছি। অপরদিকে স্মারকগ্রন্থ প্রকাশ করা হচ্ছে, আশা রাখছি তার জন্মদিনের আগেই প্রকাশ করা হবে।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ শাহজাদা পারভেজ টিনু।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর-ই আলম আজাদ।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও এস এম আমিনুল ইসলাম।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : এস এম আওলাদ হোসেন।

অফিসঃ
ঢাকাঃ সুলতান টাওয়ার (৩য় তলা) টংঙ্গী বাজার, গাজিপুর, ঢাকা।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
কলাপাড়াঃ মমতা মার্কেট,বাদুড় তলী সূইজগেট,কলাপাড়া,পটুয়াখালী।
E-mail: somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাদিকের মনোনয়নপত্র বাতিল চেয়ে শামী‌মের আপিল   বোয়ালমারীতে যুবকের লাশ উদ্ধার   কুয়াকাটা সংলগ্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন, পায়রা বন্দরে ২ নম্বর সর্তক সংকেত।   কুয়াকাটা সমুদ্র সৈকতে চর বিজয়ের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।   জাপা এখন ‘সাবালক’, দর-কষাকষিতে নারাজ   পরমাণু অস্ত্র চায় আফগানিস্তান!   আজ বিএনপির অষ্টম দফা অবরোধ, কাল হরতাল   হরতাল আর অবরোধের প্রভাব ! মাছের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কুয়াকাটার জেলেরা।   কুড়িগ্রামে অভিনব কায়দায় ২১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।   পটুয়াখালী-৪ মশাল নিয়ে লড়বেন সাংবাদিক মিঠু ॥   বাংলাদেশের নির্বাচন ও পররাষ্ট্রনীতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য   ভোরে নাটোরে একসঙ্গে ৩ বাসে আগুন   ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন?   আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা (তালিকাসহ)   যেভাবে এসএসসির ফল জানা যাবে   গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা   রবিবার মনোনয়ন প্রার্থীকে নিয়ে গণভবনে বসবেন শেখ হাসিনা   জাতিসংঘে দেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিবাদ গ্রামীণ টেলিকমের   অবরোধের সমর্থনে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল   পটুয়াখালী-৪ আসনে আ’লীগের মনোনয়ন ফরম কিনেছেন দুই ডজন মনোনয়ন প্রত্যাশী।