কলাপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা।।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া।
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)উপজেলা প্রতিনিধি ঃ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা সমর্থকরা। সোমবার বিকাল সাড়ে ৪টায় কলাপাড়া হেলিপ্যাড মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়।
পরে শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় মেসি ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। এছাড়া গানের তালে মেতে ওঠে অনেক ভক্ত। এ শোভাযাত্রায় সমর্থকরা প্রায় ১ হাজার মোটরসাইকেল নিয়ে অংশ গ্রহন করেছে বলে জানিয়েছে আয়োজক জেমস জানিব।
আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আয়োজক লিটন তালুকদার জানান, এবারের খেলায় আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ।আর্জেন্টিনার সমর্থনে আর ই ক্যাবলের পক্ষ থেকে আমাদের খেলাসহ ভালভাল খেলাগুলো আমরা স্হানীয় সুতাপট্টিতে সরাসরি দেখাবো।
|