লবণ চাষী কল্যাণ সমিতি নামে মহেশখালীতে চাঁদাবাজিঃ দুই প্রতারক আটক।
কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।
|
![]() নিউজ ডেস্কঃ নিজেদের লবণ চাষী কল্যাণ সমিতি নামে একটি সংগঠনের পরিচয়ে প্রতারণার মাধ্যমে
ঘটনাটি ঘটেছে ২৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল গ্রামে। আটকৃতরা হলো উপজেলার হোয়ানকের পুঁইছড়া গ্রামের রিপন কান্তি দে ও বড় ছড়া গ্রামের হোসেন আহমদ। জানা গেছে, লবণ চাষী কল্যান সমিতির নাম দিয়ে এই ভুঁইফোড় সংগঠন দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছিল। এই সংগঠনের কোন অনুমোদন নাই । তারা লবণ চাষীদের ঋণের ব্যবস্থা করে দিবে বলে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। মাতারবাড়ী শ্রমিক অধিকার আন্দোলনের নেতা আসিফ ইকবাল তার নামিয় ফেসবুক লাইভে এসে এক ভিড়িও বার্তায় জনতা কর্তৃক হাতেনাতে আটকের বিষয়টি তাক্ষনিক নিশ্চিত করেন। বিষয়টি সোস্যাল মিড়িয়ায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে তাঁদের শাস্তির দাবি করেন। এসময় মাতারবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ এক প্রক্রিয়ায় বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। তবে লবণ সংগঠনের নামে চাঁদাবাজি জগন্যতম অপরাধ। এমনিতে জায়গা জমি দিয়ে সর্বশান্ত এই এলাকার মানুষ। চাকরি সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। এই সব সংগঠনের নেতা ও সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। |