ফের জগন্নাথে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ।
প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
|
![]() নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবার এক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পরীক্ষা শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে। আর অভিযোগ শাখা ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। এর আগের বৃহস্পতিবারও ক্লাস শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছিলেন এক ছাত্রদল নেতা। তবে ছাত্রলীগের পক্ষে অভিযোগগুলো অস্বীকার করা হয়েছে। হামলার ঘটনায় পৃথকভাবে দুটি বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম প্রথম আলোকে বলেন, পরীক্ষা শেষে দুপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শাহিনকে আটক করে রাজনৈতিক পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে সে চলে যেতে চাইলে, প্রধান ফটকে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় শাহিনের চোখ ও ঠোঁটে জখম হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। হামলার অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসাইন গণমাধ্যমে বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেছে বলে জানা নেই।’ |