দুর্গম পাহাড়ী এলাকা ও প্রত্যন্ত অঞ্চলে ফ্রি চিকিৎসা সেবা পৌছে দিলেন ২৩ বিজিবি।
স্টাফ রিপোর্ট:শাহেদুর রহমান।
|
![]() নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে সীমান্ত রক্ষায় নিয়োজিত সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড ব্যাটালিয়ন যামিনীপাড়া জোন ২৩ বিজিবির উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে দুর্গম পাহাড়ী এলাকার আনুমানিক ২০০০ পাহাড়ি/বাংগালী অসহায় ও দুস্থ মা-শিশু এবং বিভিন্ন বয়সের রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
গুইমারা বিজিবি হাসপাতাল থেকে আগত গাইনী বিশেষজ্ঞ ও শিশু বিশেষজ্ঞ এবং যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর মেডিক্যাল অফিসারের মাধ্যমে আলাদাভাবে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরন সহ নগদ অর্থ প্রদান করা হয়। এসময় চিকিৎসা সেবা নিতে আসা রুগীসহ শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্রও বিতরন করা হয়। সকল কার্যক্রম তত্ত্বাবধান করেন ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লে:কর্নেল এবিএম জাহিদুল করিম। |