বরগুনায় জাতীয় পতাকার অমর্যাদায় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদাণ।
মাহমুদ হাসান তাপস বরগুনা।
|
![]() নিউজ ডেস্কঃ সারাদেশে ও বরগুনায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় এক শ্রেনির ফুটবল প্রেমিকদের ভিনদেশী পতাকার সঙ্গে জাতীয় পতাকাকে অবমূল্যায়ন করায় বরগুনায় মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে বরগুনা প্রেসক্লাবের নীচে এই মানববন্ধনের আয়োজন করে পাবলিক পলিসি ফোরাম নামের একটি সংগঠন। মানববন্ধনে বরগুনার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে যোগদান করে। এ সময় বক্তারা বলেন, ভিনদেশী জাতীয় পতাকার সাথে আমাদের জাতীয় পতাকাকে বিভিন্ন আকৃতিতে উড়িয়ে জাতীয় পতাকাকে অবমূল্যায়ন ও অসম্মান করছে। এতে করে আমাদের জাতীয় পতাকাকে অবজ্ঞা করা হচ্ছে। সাধারন দেশপ্রেমিক মানুষ ও মুক্তিযুদ্ধের চেতনাকে জাতীয় পতাকার এ অমর্যাদাকে হৃদয়ে রক্তক্ষরণ করেছে। বক্তারা অভিযোগ করে বলেন প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী জাতীয় পতাকার বিধিমালা লংঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরব ভূমিকা পালন করেতেছে। তারা দ্রুত জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে কার্যকরী ভূমিকা গ্রহণে উদ্যোগ নেয়ার আহবান জানান।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ বরগুনা জেলার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট শুভ্রা দাসের নিকট প্রধানমন্ত্রী বরাবরে জাতীয় পতাকার মর্যাদা রক্ষার্থে স্মারকলিপি প্রদান করেন। এসময় শুভ্রাদাস দ্রুত সময়ের মধ্যে ভ্রাম্মমান আদালত পরিচালনা করে জাতীয় পতাকার অমর্যাদাকারীদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণের ব্যবস্হা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক চিত্তরঞ্জন শীল, হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, জাফর হোসেন হাওলাদার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহেল হাফিজ সহ প্রমুখ।
|