কলাপাড়ায় হাজারো মানুষের ভালবাসায় ২শিক্ষকের শেষ বিদায়।।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া।
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় হাজার-হাজার মানুষের ভালবাসা এবং শ্রদ্ধায় শেষ বিদায় নিলেন উপজেলার ২ জন গুণী শিক্ষক। উপজেলার আলীপুরস্থ কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ’র হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও দৈনিক সমকাল’র কুয়াকাটা প্রতিনিধি খান এ রাজ্জাক(৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার শেষ বিকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ শুক্রবার সকাল ১০টায় খানাবাদ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২হাজার মানুষ অংশ নেয়। পরে লতাচাপলী ইউপির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
অপরদিকে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিএসসি শিক্ষক মো. আলতাফুর রহমান(৮০) শুক্রবার ভোরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি স্ত্রী ও ৩ছেলে ১মেয়ে সহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাযার নামাজ শুক্রবার আসর নামাজ শেষে খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি বালিয়াতলী ইউপির তুলাতলীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
একই দিনে ২ শিক্ষককে হারিয়ে উপজেলার শিক্ষক সমাজের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়। উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
|