কুয়াকাটায় “কৃষক মাঠ দিবস” পালন অনুষ্ঠিত হয়েছে।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া।
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটার লক্ষীপাড়ায় কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় ‘কারিতাস বরিশাল অঞ্চল’ প্রয়াস প্রকল্পের উদ্যোগে প্রগতিশীল কৃষক মোস্তফা ফকিরের ভূট্ট ক্ষেতে স্থানীয় কৃষকদের নিয়ে এ দিবস পালন করা হয়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জলবায়ু পরিবর্তন জনিত সহনশীল চাষাবাদে কীটনাশক সারের প্রয়োগ কমিয়ে কেঁচো ও জৈব সার ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এ দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কারিতাস প্রয়াস প্রকল্পের কলাপাড়ার মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, লতাচাপলী ইউনিয়ন ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) চেয়ারম্যান শফিকুল আলম, লতাচাপলী ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য মোসা: শাহনাজ বেগম, কারিতাস প্রয়াস প্রকল্প’র (এ এন্ড এলপিইডাউ) মিঠু রানী, কাজল ঘরামী, বেঞ্জামিন স্বপন, মোঃ জাহিদুল ইসলাম সহ প্রয়াস প্রকল্প’র অন্যান্য কর্মী বৃন্দসহ স্থানীয় অর্ধশত প্রান্তিক চাষি। অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস প্রয়াস প্রকল্প’র (এ এন্ড এলপিইডাব্লিলউ) অসিম কুমার বিশ্বাস।
আলোচনা সভায় মাঠ দিবসের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। এ প্রকল্পের মাধ্যমে উন্নতমানের ভার্মি কম্পোস্ট উৎপাদন, ব্যবহার তথা সব্জির ক্ষেত উঁচু, বস্তা পদ্ধতিতে শাক সব্জি চাষ ও মালচিং এবং গ্রিন হাউজ পদ্ধতিতে অতি বৃষ্টি ও খরায় অধিক ফলন সম্ভব বিধায় সকলকে এ বিষয় সচেতন হওয়ার আহবান করা হয়। পরে স্থানীয় কৃষক মোস্তফা ফকিরের কৃষি ক্ষেতে ভার্মি কম্পোস্ট ব্যবহারে অধিক ফলন পাওয়ায় তার ফসলী মাঠ পরিদর্শন করা হয়।
অপর দিকে ওইদিন সকালে গবাদি পশু, হাস মুরগি টিকাদান কর্মসূচীর আওতায় ভ্যাকসিন প্রদান করা হয়। এতে লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনছার উদ্দিন মোল্লা ও উপজেলা পশুসম্পদ অধিদপ্তরের ভিএফএ মো: আলী আহসান উপস্থিত ছিালেন।
|