বিজয়ের মাস ডিসেম্ভর, এ দেশ এখন ষোল কোটি মানুষের-কারো একার নয়……এস এম আওলাদ হোসেন। (লেখক ও সাংবাদিক)।
|
![]() নিউজ ডেস্কঃ লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ। লাখো মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মুক্তির আহবান। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষনা। মুক্তিকামী মানুষের জীবন পণ যুদ্ধ অনেক ত্যাগ এনে দিয়েছিল আমাদের বিজয়। কিন্তু আহবান আর ঘোষনা ই যেন দুই পরিবারে সম্পদ হয়ে উঠেছে এই দেশ। স্বাধীনতার পর দু-জন ই ক্ষমতায় এসেছেন। আবার জীবন ও হারিয়েছেন। যেটাকে আমরা নতুন প্রজন্ম শহীদ বলছি। বলতে হবে এদু নেতার নির্মম হত্যা কান্ডের ইতিহাস শুনলে শিয়রে উঠতে হয়। আমরা স্বাধীন। অথচ আমরা সত্যিকারের ইতিহাস থেকে এখনো অনেক দুরে। ক্ষমতার পালাবদলে ইতিহাস ও পাল্টাচ্ছে। স্বাধীনতা বিরোধীদের কাঁধে ভর করে ক্ষমতায় এসেছে দু-পরিবার। আবার জোর করে ক্ষমতা দখল করা স্বৈরাচারের কাঁধে ভর করে দু-পরিবার বার বার গনতন্ত্রকে পদ-দলিত করেছে যা আমাদের প্রত্যক্ষ ইতিহাস। দুটি পরিবার -স্বাধীনতা বিরোধী রাজাকার, দু নেতার হত্যাকারী,গনতন্ত্র হত্যাকারীদের পাশে রেখেই এক পরিবার আরেক পরিবারের প্রতি কাদা ছুড়ে এ দেশের মানুষের শান্তি বিগ্নিত করছে। যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে উদ্যোগ নিতে হবে স্বাধীনতার পক্ষে নেতৃত্ব দেয়া পরে দেশ পরিচালনাকালীন সময় শহীদ হওয়া দু নেতার পরিবারের সদস্যদের ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহন করতে হবে। রাজাকার আল বদর,শীর্ষ নেতাদের খুনীচক্র যারা এখনো দুটি পরিবারের মধ্যে গভীর সম্পর্ক নিহিত করে দেশ পরিচালনায় অংশ নিয়ে সাধারন মানুষের রক্ত চুষে খাচ্ছে এবং গনতন্ত্র ও গনতন্ত্রকামীদের হত্যাকারীদের খুজে বের করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্হা গ্রহন করে স্বাধীন সার্বভৌম দেশের পুর্নাঙ্গ স্বাধীনতা আর গনতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ নেয়ার অঙ্গিকার হোক এবারের বিজয় দিবসের মুল প্রতিপাদ্য। তবেই তো সার্থকতা আসবে আমাদের অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়। |