বর্ণিল আয়োজনে কাশিয়ানীতে মহান বিজয় দিবস উদযাপন।
আশরাফুজ্জামান স্টাফ রিপোর্টারঃ
|
![]() নিউজ ডেস্কঃ বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে কাশিয়ানী থানা প্রাঙ্গনে (একত্রিশ) তোপধ্বনি,সকাল ৬.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে এবং সকাল ৭.৩০ মিনিটে ভাটিয়াপাড়া বদ্ধভূমি ও ফুকরা বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় । পরবর্তী অধিবেশনে সকাল ৮.৩০ মিনিটে কাশিয়ানী জি সি পাইলট স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম প্রদর্শন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান মুক্তিযুদ্ধ ও আগামীর বাংলাদেশ।
এ সময় অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাশিয়ানী উপজেলা আ.লীগের সভাপতি মোক্তার হোসেন মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর,উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা,থানা অফিসার ইনচার্জ ফিরোজ আলম, বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার এনায়েত হোসেন ও মুক্তিযোদ্ধা বৃন্দ। উপজেলা আ.লীগের সা. সাম্পাদক কাজী জাহাঙ্গীর আলম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিসার বৃন্দ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন,সহ অন্যান্য ইউপি চেয়ারম্যান বিন্দু এবং কাশিয়ানী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার সরকারি – বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আলোচনা ও প্রদর্শনীতে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষীকা অংশ গ্রহণ করেন।
|