কলাপাড়ায় হেলিকপ্টারে মাহফিলে আসলেন এনায়েতুল্লাহ আব্বাসী।।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া।
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর খেপুপাড়া জৈনপুরী খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানীয় মাদ্রাসার বাৎসরিক মাহফিলে অংশ নিতে হেলিকপ্টার যোগে মাহফিলে এসেছেন পীরে সাইয়্যেদ কেবলা এনায়েতুল্লাহ আব্বাসী। মঙ্গলবার দুপুরে জৈনপুরী পীর সাহেব সামসুল আরেফিন সিদ্দীকি আল কোরাইশীর আহ্বানে তিনি কলাপাড়া এসে পৌছান। দুপুর ৩ টা ২০ মিনিটে ঢাকা থেকে তিনি কলাপাড়া হেলিপ্যাড মাঠে এসে অবতরন করেন।
![]() এসময় তাকে এক নজর দেখতে ভীড় জমায় জৈনপুরী পীর সাহেব কেবলার মুরিদান ও স্থানীয়রা। তার নিরপত্তায় কলাপাড়া থানা পুলিশের সদস্যদের উপস্থিতিও লক্ষ করা গেছে। রাত নয়টায় খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানী মাদ্রাসা কমিটি ও মাহফিল এন্তেজামিয়া কমিটির আয়োজনে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তার আসার খবরে ইতিমধ্যে সরকারী খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাহফিল মাঠে ভীড় জমিয়েছে হাজোর মানুষ।
খানকায়ে হামিদিয়া কারামতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক জাকি হোসেন জুকু জানান, প্রতি বছরই আমাদের মাদ্রাসা মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়। তবে এবছর আমরা মাদ্রাসা ছাত্রদের দেস্তারবন্দী উপলক্ষে মাহফিলের বড় আয়োজন করেছি। ইতিমধ্যে প্রধান বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী হেলিকপ্টার যোগে এসেছে পৌছেছেন। আসা করছি মাফহিলে হাজার হাজার ধর্মপ্রান মুসুল্লীরা অংশগ্রহন করবেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মাহফিলের জন্য তারা অনুমতি নিয়েছেন। যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সচেষ্ট রয়েছে।
|