টানা ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভীড়।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া।
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বড় দিন ও সাপ্তাহিক ছুটি সহ মোট ৩ দিনের সরকারী ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটায় ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। বৃহস্পতিবার বিকাল থেকেই সৈকতে এসকল পর্যটকের আগমন ঘটে।
পর্যটকদের এমন ভীড়ে বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল মোটেল। এছাড়া বিভিন্ন পর্যটন স্পটে বেড়েছে পর্যটকদের বাড়তি আনাগোনা। আগত পর্যটকরা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকে আবার উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পর্যটন স্পটগুলোতে মোতায়েন রয়েছে মহিপুর থানা পুলিশ, ট্যুরিষ্ট পুলিশ ও নৌ-পুলিশের সদস্যরা।
মানিকগঞ্জ থেকে আসা পর্যটক দম্পতি রেহান সুমাইয়া জানান, বাচ্চাদের সমাপনী পরীক্ষা শেষ হওয়ায় তাদের নিয়ে কুয়াকাটা ভ্রমণে এসেছি। অনেক লোকের সমাগম ঘটায় বাচ্চারা খুব আনন্দ করেছে। লক্ষীপুর থেকে আসা পর্যটক আবির হোসেন জানান, কুয়াকাটা ভ্রমণে এসে বিভিন্ন আকর্ষণীয় স্পটগুলো ঘুরে এসেছি খুব আনন্দ হয়েছে।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, সাপ্তাহিক ছুটির সাথে বড়দিনের ছুটি মিলে লম্বা একটি হওয়ায় বছরের শেষদিকে ব্যাপক পর্যটক বেড়েছে। ইতোমধ্যেই অধিকাংশ হোটেল-মোটেলের রুম বুকিং হয়েছে। কুয়াকাটায় পর্যটকদের সেবা দেয়ার জন্য হোটেল-মোটেল সহ ১৬টি পেশা কাজ করছে প্রতিটি পেশাজীবীদের প্রত্যাশা এবছর সবচেয়ে বেশী পর্যটক আগমন ঘটবে।
হৈমন্তী ট্যুর এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী এসএম আলমাস বলেন, যখন কুয়াকাটায় অতিরিক্ত পর্যটকদের চাপ থাকে তখন কিছু অসাধু হোটেল ব্যবসায়ীরা অতিরিক্ত ভাড়ায় রুম ভাড়া দেয়ার আসায় থাকে। যখন কেউ রুম বুকিং না দিয়ে এখানে চলে আসে তখন ওই সকল অসাধু লোকগুলো সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়ায় রুম বুকিং দেয়। অগ্রীম বুকিং দিয়ে আসলে এই সমস্যা আর হয় না।
কুয়াকাটা ট্যুর গাই এসোসিয়েশন সভাপতি কেএম বাচ্চু জানান, গতকাল থেকেই পর্যটকদের আগমন বেড়েছে। তাই আমরাও বাড়তি প্রস্তুতি নিয়ে রেখেছি যাতে কেনো প্রকার ভোগান্তি ছাড়াই পর্যটকদের সেবা দিতে পারি।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, প্রতিটি পয়েন্টে আমাদের টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। তিনি আরও জানান, আমরা ক্রাউড সময়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করি যাতে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করা যায়।
|