কক্সবাজার মেরিন ড্রাইভে জিপ উল্টে পর্যটক নিহত, আহত ৭।
কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।
|
![]() নিউজ ডেস্কঃ কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি (জিপ) উল্টে মমতাজ বেগম (৬১) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে হিমছড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইনানী বিচ থেকে কক্সবাজার শহরের দিকে যাওয়ার পথে জিপ গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে আরেকটি জিপের ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে আহত হন মমতাজ বেগম। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। |