মিন্নীর জামিন শুনানি শুনতে হাইকোর্টের অপগারতা প্রকাশ।
মাহমুদ হাসান তাপস বরগুনা।
|
![]() নিউজ ডেস্কঃ মিন্নীর জামিন শুনানি শুনতে হাইকোর্টের অপগারতা প্রকাশ। বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনতে অপরগতা প্রকাশ করেছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চের দুই বিচারক শেখ হাসান আরিফ ও বিশ্বজিৎ দেবনাথ জামিন আবেদন শুনতে অপরগতা প্রকাশ করেন।
আয়েশা সিদ্দিকা মিন্নীর জামিন আবদনে অংশ নেয়া তার আইনজীবী জামিউল হাসান ফয়সাল গণমাধ্যমকে বলেন আদালত মিন্নীর জামিন আবেদন শুনতে প্রকাশ করেছেন। এখন আমরা আবার হাইকোর্টের অন্য কোন বেঞ্চে জামিন আবেদনের জন্য উল্থাপন করবো। এসময় জামিনে অংশ নেয়া আইনজীবী সৈয়দা নাসরিন।
২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের গেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছিল বরগুনার সারাজাগানো 007 বন্ড বাহিনীর সদস্যরা। এসময় ভিডিও ফুটেজে নিহত রিফাত শরীফকে বাঁচানোর জন্য মিন্নী তার প্রেমিক নয়নবন্ড ও আক্রমণকারীদের হাত থেকে চেষ্টা করেছিল। নৃশংস ভাবে কোপানোর কারণে রিফাত শরীফ ঐদিনই চিকিৎসারত অবস্থায় মারা যায়।
নিহত রিফাত শরীফের বাবা ২৪ জনকে আসামী করে মিন্নীকে প্রধান সাক্ষী করে বরগুনা সদর থানায় মামলা করে। মামলার তদন্তে মিন্নীকে রিফাতকে খুন করার পরিকল্পনাকারী থাকায় ১৬ জুলাই আসামী করা হয়। মামলার প্রধান আসামী সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মিন্নী সহ পাঁচ জনকে তৎকালীন বরগুনা জেলার দায়রা জজ আসাদুজ্জামান খান রিফাত শরীফকে হত্যা ও হত্যার সঙ্গে পরিকল্পনায় থাকায় মৃত্যুদণ্ডাদেশের রায় প্রদান করে। ২০২০ সালের ৩ অক্টোবর রায়ের পূর্নাঙ্গ প্রকাশিত করলে রায়ের বিরুদ্ধে মিন্নী হাইকোর্টে ৬ অক্টোবর চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে। গত বছরের ১৬ অক্টোবর মিন্নীর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছিল।
|