প্রকল্পের আওতায় ইমাম-মুয়াজ্জিনরা সরকারিভাবে মাসিক সম্মানী পাবেন।
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
|
![]() নিউজ ডেস্কঃ ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সংসদে জানিয়েছেন, বর্তমানে একটি প্রকল্পের আওতায় ৫৬ হাজার ৬০৭ জন ইমাম ও মুয়াজ্জিন প্রতি মাসে সম্মানী পাচ্ছেন। আরেকটি প্রকল্পের আওতায় ১ হাজার ১২৮ জন ইমাম ও মুয়াজ্জিনের সরকারিভাবে সম্মানী প্রদান করার প্রক্রিয়া চলমান। পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় মসজিদের সব ইমাম ও মুয়াজ্জিনকে সরকারিভাবে মাসিক সম্মানী প্রদানের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১তম অধিবেশনে রবিবারের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য এ. কে. এম. রহমতুল্লাহর (ঢাকা-১১) লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানান, বর্তমানে সারাদেশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে ৫৬,৬০৭ জন ইমাম ও মুয়াজ্জিন এই কার্যক্রমে কর্মরত আছেন। তাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা হারে সম্মানী প্রদান করা হয়। সারাদেশের প্রতিটি মসজিদে ভবিষ্যতে গণশিক্ষা কার্যক্রম চালু হলে তাদের প্রকল্পের আওতায় সম্মানী প্রদান করা হবে। এছাড়া প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ১ জন ইমাম ও ১ জন মুয়াজ্জিনকে বর্তমানে পর্যায়ক্রমে সম্মানীর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে।এখানে ১১২৮ জন ইমাম ও মুয়াজ্জিনের সরকারীভাবে সম্মানী প্রদান করার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরো জানান, রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও জমিয়াতুল ফালাহ মসজিদে ৩ জন খতিব, ৬ জন পেশ ইমাম ও ৬ জন মুয়াজ্জিনের বেতন ভাতা রাজস্ব খাতভুক্ত সরকারিভাবে প্রদান করা হয়ে থাকে। |