নিউজ ডেস্কঃ ময়মনসিংহের জেলা গোয়েন্দা সংস্থার একটি টিম নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে অভিযান পরিচালনা করে ২৩ জানুয়ারী ২টি ট্রাকে বোঝাই করা ৬০০ বস্তা সরকারি টিএসপি সার পাচারকালে পাচারকারী ৪ জনকে আটক করেছেন।
জেলা গোয়েন্দা সুত্রে জানা যায়, আটককৃত ৪ পাচারকারীকে জিজ্ঞাসাবাদে তারা জানায় ২২জানুয়ারী নেত্রকোণা জেলার বিএডিসি সরকারী সার গুদাম হতে ৬০০ বস্তা সার ২টি ট্রাকে বোঝাই করা হয়। পাচারকারী দলের পলাতক ব্যক্তিরা ৬০০ বস্তা সার পাশ্ববর্তী দেশে উচ্চ মূল্যে পাচারের জন্য বগুড়া জেলা হয়ে সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাওয়ার প্রাক্কালে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চর কালীবাড়ী সাকিনস্থ নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে শম্ভুগঞ্জ টোল প্লাজার উত্তর পাশে পাকা রাস্তার উপরে ডিবি পুলিশ তাদের আটক করেন।
সুত্রটি আরো জানায়, পলাতক পাচারচক্র ও সার সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে জানায় যে, নেত্রকোণা জেলার বিভিন্ন এলাকা ও ব্লকের জন্য নির্ধারিত ২৮ জন ডিলারের অনুকূলে সরকারি বরাদ্দ ও সরবরাহ আদেশমূলে বিএডিসি সার গুদাম হতে ২২ জানুয়ারী পরিবহন ঠিকাদার তোফাজ্জল হোসেন এর নিকট সরকারি ৬০০ বস্তা টিএসপি সার হস্তান্তর করা হয়। সার পাচারকারীচক্র নিদিষ্ট ডিলারের নিকট পৌঁছে না দিয়ে বিএডিসি হতে গ্রহণ করা সার ট্রাক ভর্তি করে সীমান্ত এলাকায় যাওয়ার সময় ২৩ জানুয়ারী ভোর অনুমান ০৫.৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের পুলিশের নিকট আটক হয়। সার ডিলার, পরিবহন ঠিকাদার ও সংঘবদ্ধ পাচারকারীচক্র নিদিষ্ট এলাকার জন্য বরাদ্দকৃত সরকারি টিএসপি সার পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে সার নিয়ে যাওয়ার অভিযোগে আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা মামলা নং-৮২, ২৪ জানুয়ারী/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি রুজু হয়।পলাতকসহ গ্রেফতারকৃত ব্যক্তিরা ও সরকার কর্তৃক নিদিষ্ট এলাকার জন্য নিযুক্ত ডিলারদের নামে সরকারি বরাদ্দ ও সরবরাহ আদেশ অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের সাথে সার পাচার কাজের সংশ্লিষ্টতা এবং অপরাধের সাথে জড়িতদের চক্র উদঘাটনে ডিবি পুলিশের তদন্ত অব্যাহত আছে। গ্রেফতারকৃত ৪ সার পাচারকারীদের ০৭(সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদসহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়ে
সংবাদটি পঠিত হয়েছেঃ ৬১