লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব
এস এম আওলাদ হোসেন
|
![]() লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি বুধবার দুপুরে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম রাখালিয়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লক্ষ্মীপুর দুই (রায়পুর- সদর একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী স্টল ঘুরে দেখেন এবং বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করেন। দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইউসুফ হোসেন শিয়ামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলে জাতীয় সংগীত পরিবেশন করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিল্পীগোষ্ঠী। পিঠা উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নুরুল আমিন বলেন “স্ব-অর্থায়নে পরিচালিত রাজনীতি ও ধূমপানমুক্ত” শ্লোগানকে উপজীব্য করে জাতীয় মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে ২০১১ সালে জেলার রায়পুর উপজেলায় পশ্চিম রাখালিয়ায় অবহেলিত বিপুল জনগোষ্ঠীর বহু কাঙ্খিত শিক্ষালয় হিসেবে আত্মপ্রকাশ করে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি পূর্ণ করেছে দশটি সাফল্যময় স্বর্ণালি বছর। শান্তি-শৃঙ্খলা, পাঠদান কার্যক্রম পরিচালনা, অভ্যন্তরীণ পরীক্ষা পদ্ধতি এবং শিক্ষা সহায়ক কার্যক্রমে এ কলেজের স্বাতন্ত্র ও সাফল্য আজ সর্ব মহলে প্রশংসিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাস্তবমূখী শিক্ষার পদক্ষেপের সাথে একাত্মতা ঘোষণা করে দুর্বার গতিতে এগিয়ে চলছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। অধ্যক্ষ নুরুল আমিন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য স্হানীয় সংসদ সদস্য এডঃ নুরউদ্দিন চৌধুরী নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সকলকে অনুষ্ঠানে আসার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো- চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক কাজী সায়মা বিন ফারুকী, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ভূঁইয়া, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, রায়পুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক শিপন বড়ুয়া, ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক সানাউল্লাহ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল (কিসমত)। প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মিসহ সমাজের নানান পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। |