বর্ণাঢ্য আয়োজনে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের ৪র্থ প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন।
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ।
|
![]() নিউজ ডেস্কঃ সফল্যের তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম” সাংবাদিকদের অধিকার ও মানোন্নয়নে কাজ করে” এই স্লাোগনকে সামনে রেখে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে গতকাল ২৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৪ টার সময় কাশিয়ানি রিপোর্টার্স ফোরাম এর নিজস্ব কার্যালয় এ অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতাও সভাপতি মিলটন হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং সভাপতির স্বাগত বক্তব্য প্রদানে অনুষ্ঠানে উপস্হিত সলককে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন ” হলুদ সাংবাদিকতা নয় বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার মানোন্নয়নে কাজ করে যাওয়ার উদাত্ত আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির আহবায়ক সাঈদুর রহমান মিটু,প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম টিটোন, আজকের কাশিয়ানীর সম্পাদক পরশ উজির, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম পিকুলসহ কাশিয়ানি উপজেলায় ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
|