কলাপাড়ায় লক্ষ্য এবার “স্মার্ট বাংলাদেশ” বইয়ের মোড়ক উন্মোচন ও প্রেস ব্রিফিং।।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া।
|
![]() কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে লক্ষ্য এবার “স্মার্ট বাংলাদেশ” বইয়ের মোড়ক উন্মোচন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় রাঙ্গাবালী, কুয়াকাটা ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ কামাল অডিটোরিয়াম হলরুমে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ মোড়ক উন্মোচন করেন, ১১৪ পটুয়াখালী-৪ সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারের মোল্লা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জসিম সহ পটুয়াখালী, কলাপাড়া ও রাঙ্গাবালীর কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ,এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। লিখিত বক্তব্যে এমপি মহিব্বুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোলমডেল। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের এবং মানুষের উন্নয়ন হয়। আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে অনেকগুলো মেগা প্রকল্প চলমান রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
|