জগন্নাথ বন্ধুসভার নতুন কমিটি ঘোষণা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
|
![]() নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধুসভার এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। দৈনিক প্রথম আলো পত্রিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা আশিকুজ্জামান এক বছর মেয়াদি ২৫ সদস্যের কমিটি ঘোষণা করেন। কমিটিতে নায়মা আক্তার রিতা সভাপতি ও ফারজানা আফরিনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো সবুজ, সহসভাপতি রাবেয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রত্যাশা রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম হিমেল, সহসাংগঠনিক সম্পাদক মো: আল মামুন, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক তারেক হাসান, প্রচার সম্পাদক মোঃ মাসুদ আহমেদ সানি। এছাড়াও পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মোঃ জুনাইদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক সমাপ্তি ইসলাম, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান সুচি, প্রশিক্ষণ সম্পাদক ইলিয়াস হোসেন লিমন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আলী দায়কার আকাশ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাসনিমুল হাসান নিশাদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আশিকুল ইসলাম ভূঁইয়া। মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক পলাশ চন্দ্র পাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজমুস সাহাদাত শাফিন, ম্যাগাজিন সম্পাদক মো তানজিল আহমেদ, বইমেলা সম্পাদক মোহাম্মদ মারুফ দায়িত্ব পালন করবে। এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. জাহিন, শফিকুল্লাহ ও আশরাফুল ইসলাম দায়িত্ব পেয়েছে। |