পেকুয়ায় ৪টি দোকান ও বসতঘরে আগুন।
কায়সার হামিদ মানিক,কক্সবাজার।
|
![]() নিউজ ডেস্কঃ কক্সবাজারের পেকুয়ায় চুলার আগুনে ৪টি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। বৃস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারের মো.শাহেদ বলেন,রাত দেড়টার দিকে হঠাৎ বাড়িতে আগুন দেখতে পান। আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে ঘরের সাথে লাগোয়া দুইটি মুদির দোকান, একটি টেইলার্স ও সেলুনের দোকান মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে জানান তিনি। স্থানীয় লোকজন বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনির সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এর আগে বাড়ি ও দোকান ঘর পুড়ে যায়। ইউপি সদস্য সাজ্জাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। |