গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত এক আহত ৯ জন।
আশরাফুজ্জামান স্টাফ রিপোর্টার :
|
![]() নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সাথে ধাক্কা লেগে সেলিম উল্লাহ ৪২ নামের পর্যটক নিহত নারী ও শিশু সহ আহত ৯ জন। ঘটনাটি ঘটে রবিবার ২৬/০২/২০২৩ রোজ রবিবার দুপুর দুটোর সময় ঢাকা খুলনা মহাসড়ক এর ধূসর ব্রীজ নামক স্থানে। দুর্ঘটনার খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে কাশিয়ান ১০০ সয্যা হাসপাতলে ভর্তি করে এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে । মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত নিহতের নাম নূর কাদের (৪০), পিতাঃ করিম বক্স, সাং-কালামাছড়া, থানাঃ মহেশখালী, জেলাঃ কক্সবাজার, এবং আহতরা হলেন, ১। তাসমিন আক্তার (২২), পিতাঃ বশির আহমেদ, ২। নিজাম আহমেদ (২৫), পিতাঃ মৃত এখলাছুর রহমান, ৩। ওলী আহমেদ (৪৫), পিতাঃ করিম বক্স, ৪। সেনোয়ারা (৭০), স্বামীঃ করিম বক্স, ৫। জোসনা (৩০), পিতাঃ করিম বক্স, ৬। শাহানা (৩৫), পিতাঃ করিম বক্স, ৭। সালাউদ্দিন করিম (০৪), পিতাঃ জসিম উদ্দিন, ৮। নাসির উদ্দীন (৩৭), পিতাঃ সদর আমিন ৯। আব্দুল্লাহ (০৪), পিতাঃ ওলী আহমেদ, সর্বসাং-কালামাছড়া, থানাঃ মহেশখালী, জেলাঃ কক্সবাজার। ঘোনা পাড়া হাইওয়ে থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সিলেট ভ্রমণ শেষে বাগেরহাট ও সুন্দরবন ভ্রমনে যাচ্ছিলেন পর্যটকরা। মাইক্রোবাস কি ধূসর ব্রিজ নামক স্থানে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায় এবং মাইক্রোবাসের যাত্রী সেলিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এ সময় নারী ও শিশু সহ আর ও আহত হয় ৯ জন। |