তরুণ নেতৃত্বের প্রত্যাশায় একযুগ পরে বরগুনা সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।
মাহমুদ হাসান তাপস বরগুনা প্রতিনিধি।
|
![]() নিউজ ডেস্কঃ সংগঠকের হাতে সংগঠন তুলে দিতে একঝাঁক তরুণ নেতৃত্বের প্রত্যাশায় বরগুনা সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। ২০১০ সালে সদর উপজেলা কমিটি গঠন করার পরে তাদের মেয়াদ উত্তীর্ণ হলে ২০১৯ সালে তৎকালীন কমিটি ৯০ দিনের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল।
বর্ধিত সভায় যুবলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরগুনা সদর উপজেলার সকল ইউনিয়ন কমিটির সম্মেলন আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করে বরগুনা সদর উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত প্রদান করেন। বর্তমান আহবায়ক কমিটির অনেকেই জেলা যুবলীগের বিভিন্ন পদ পদবী পাওয়ায় উপজেলা যুবলীগকে তরুণ নেতৃত্বের মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করে। এছাড়াও বরগুনা পৌর যুবলীগের কার্যক্রম বেগবান করতে ভবিষ্যত নেতৃবৃন্দের জীবন বৃত্তান্ত সংগ্রহ করার তাগিদ প্রদান করা হয়।
বর্ধিত সভায় কেন্দ্রীয় যুবলীগের সুভাষ চন্দ্র হাওলাদার প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম,উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম এ্যাটম। বিশেষ বক্তা ছিলেন বরগুনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক আজমির জাহান রহিম মোল্লা। সভা সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহবায়ক এডভোকেট আমিরুল ইসলাম মিলন।
|