উখিয়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার।
কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।
|
![]() নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের টিভি সেন্টারের সামনে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উখিয়া টিভি সেন্টারের সামনে এক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,৭ নম্বর ক্যাম্পের ১১ ডি-ব্লকের মৃত নজির আহাম্মদ এর ছেলে আবু তাহের (৪৮)১৫ নম্বর ক্যাম্পের ৩,এ ব্লকের সৈয়দ আলমের ছেলে এহসান (২০) ও একই ক্যাম্পের সালামত উল্লাহ এর ছেলে ইউসুফ জোহাদ(২০)। কক্সবাজার র্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী রাত সাড়ে ৯ টার দিকে স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রাজাপালং ইউপির ০৯ নং ওয়ার্ডস্থ টেকনাফ-কক্সবাজার মহাসড়কের উখিয়া টিভি সেন্টারের সামনে এক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে তিনজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের তল্লাশী করে তাদের হেফাজত হতে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজসে অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে বেশি দামে বিক্রয় করার উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিলো মর্মে জানায়। ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। |