টেকনাফে অপহৃত কৃষকের সন্ধান মেলেনি।
কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।
|
![]() নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহরণের শিকার এক কৃষকের সন্ধান পাঁচদিনেও মিলেনি। ওই কৃষকের নাম মোহাম্মদ ছৈয়দ। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জুম্মাপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার (২৩ মার্চ) টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বুধবার রাতেও একাধিক স্থানে পুলিশ অভিযান চালিয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোহাম্মদ ছৈয়দকে উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযানে চালাচ্ছে। অপহৃতের স্ত্রী হাসিনা বেগম বলেন, ‘বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার স্বামীর সন্ধান পায়নি স্বজনরা। দুর্বৃত্তরা অপহৃতের স্ত্রীর মোবাইল ফোন নম্বরে কল দিয়ে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করেছে। আমি এক লাখ টাকা দেওয়ার কথা দিলেও দুর্বৃত্তরা রাজি হয়নি। গত রবিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জুম্মাপাড়ার স্থানীয় ফসলি জমিতে কাজ করার সময় একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে মোহাম্মদ ছৈয়দকে তুলে নিয়ে যায়। পরে তারা মোবাইল ফোনে স্বজনদের কাছ থেকে টাকা দাবি করে। থানা সূত্র বলছে, গত ছয় মাসে টেকনাফে অন্তত ৫০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৭ জন রোহিঙ্গা হলেও ৩৩ জন স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে ২৯ জন মুক্তিপণের টাকা দিয়ে ফেরত এসেছে। সর্বশেষ গত ১৬ মার্চ সাড়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত আসে সাতজন। পুলিশ সর্বশেষ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে। |