নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মুক্তিযুদ্ধের ডাকে সাড়া দিয়ে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাঠাম দরবস্থ গ্রামের কৃতি সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধা হাফেজ আব্দুর রাজ্জাক শহীদ হলন।
স্বাধীনতার ৫২ বছর পর যশোর জেলার চৌগাছা উপজেলার সুখ পুকুরিয়া গ্রামে তার কবর সনাক্ত করা হয়। বর্তমান সরকার ও এলাকাবাসীর ইচ্ছায় শহীদ আব্দুর রাজ্জাক এর দেহ অবশেষ নিজ জন্মস্থান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাঠাম দরবস্থ গ্রামে থানা কাশিয়ান থানা পুলিশের গার্ড অফ অনার প্রধান শেষ যথাযোগ্য রাষ্টীয় সন্মান প্রদর্শন পূর্বক বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। জানাজা শেষে কাশিয়ানি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ আব্দুর রাজ্জাকের কফিনে শ্রদ্ধা অর্ঘ্য প্রদান করেন কাশিয়ানি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম। গোপালগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান অ্যাডভোকেট আতিয়ার রহমান এবং মহেশপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে লুৎফর রহমান লথু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান লুথু ও কাশিয়ানি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমে রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় আর উপস্থিত ছিলেন কাশিয়ানি উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কাশিয়ানি উপজেলার মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।