ময়মনসিংহে ডিবি’র অভিযানে ইজিবাইক চোর ও ডাকাতসহ গ্রেফতার ১০।
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
|
![]() নিউজ ডেস্কঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইজিবাইক চোর ও ডাকাতসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাই ইজিবাইক, মোবাইল ও দেশীয় বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, গত ১২ মার্চ অটো চালক শাহজাহান তার অটো নিয়ে রিজার্ভ ভাড়ায় অজ্ঞাতনামা দুজনের ডাকে শম্ভুগঞ্জ গোলচত্বর থেকে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর তাদের আরেক সহযোগী উঠে এবং একত্রে রওনা দেয়। পথিমধ্যে অটোরিক্সাটি শম্ভুগঞ্জ মোড়ে পৌছলে চক্রটি একটি দোকান থেকে ফলের জুস কিনে নিজেরা খায় এবং চালককে খাওয়ায়। জুস খাওয়ার পরপর চালক শাহজাহান অজ্ঞান হয়ে পড়লে চক্রটি নেত্রকোণা রোডের রশিদপুরে মেহগনি বাগানের পাশে চালককে ফেলে তার ব্যবহৃত মোবাইল ও ভাড়ায় চালিত অটোরিক্সা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাত আসামীদের নামে মামলা নং ৯৭ (৩)২৩ দায়ের হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে মামলাটি ডিবি পুলিশকে তদন্তভার দিলে ডিবির এসআই আমিনুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার এবং নানা কৌশল অবলম্বন করে অটো চোরদের সনাক্ত করে। বুধবার দিনভর অভিযান চালিয়ে নেত্রকোণা সদরের ত্রিমোহনী বাজার থেকে তিন অটো চোরকে গ্রেফতার করে। তারা হলো, জালাল উদ্দীন, মোঃ জসীম উদ্দীন ও মোঃ মামুন মিয়া। এদের মাঝে জালাল উদ্দীনের হেফাজত থেকে চুরি যাওয়া মোবাইল ফোন এবং ত্রিমোহনী এলাকা থেকে চোরাই অটোরিক্সা উদ্ধার করে পুলিশ। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য অটোচোরচক্রকে ৫ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। |