পটুয়াখালীর বাউফল থানাধীন বগা বাজার হতে ১১ বছর পলাতক হত্যা মামলার আসামী আটক।
মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
|
![]() নিউজ ডেস্কঃ পটুয়াখালীতে র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল অদ্য ২৮ শে এপ্রিল ২৩ইং তারিখে পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায় অভিযান পরিচালনা করে এগারো বছরের মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
এসময় অভিযান পরিচালনাকালে আনুমানিক ১২:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বগা বাজার এলাকায় (বরগুনা জেলার বেতাগী থানার জিআর-৮০/১০, ধারা-৩০২/ ২০১/৩৪ দঃ বিঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে।
উক্ত প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে ১২:২০ টার সময় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ঐ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম মোঃ নিজাম ঘরামী(৩২), পিতা-মৃত ইউসুফ আলী ঘরামী, সাং-উত্তর করুনা, থানা-বেতাগী, জেলা-বরগুনা বলে তিনি জানায়।
গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে বরগুনা জেলার বেতাগী থানার (জিআর-৮০/
১০, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
ঘটনাসূত্রে আরো জানা যায়, ভিক্টিমের সাথে আসামীর একই এলাকায় পাশাপাশি বাড়িতে অবস্থান করত। ভিক্টিমের স্ত্রীর সাথে আসামীর অবৈধ সম্পর্ক ছিল। তাদের অবৈধ সম্পর্কের বিষয়টি ভিক্টিম জানতে পারলে এ নিয়ে আসামীর সাথে ভিক্টিমের কথা কাটাকাটি হয় এবং এর রেশ ধরে পরের দিন রাতেই আসামী সহ কয়েকজন মিলে ভিক্টিমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে এবং রশি দিয়ে বাড়ীতে ঝুলিয়ে রাখে। পরে তার স্বজনরা বেতাগী থানায় মোঃ নিজাম ঘরামী ও আরও ০৪(চার) জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর অদ্য ২৮ শে এপ্রিল ২৩ইং তারিখে র্যাব-৮, সিপিসি-১ এর একটি আভিযানিক দল তাকে আটক করে।
এসময় গ্রেফতারকৃত আসামীকে পরবর্তীতে বরগুনা জেলার বেতাগী থানায় (জিআর-৮০/১০, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ) মূলে হস্তান্তর করা হয় বলে জানান।
এবিষয় পটুয়াখালী ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানি অধিনায়ক তুহিন রেজা দৈনিক বাংলাদেশ কন্ঠ, ও দৈনিক বরিশাল সমাচারকে জানান, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।
|