কলাপাড়ায় এক গাঁজা সেবনকারী আটক।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
|
![]() কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়ায় মো.খোকন গাজী(২০) নামে এক গাঁজা সেবনকারীকে পুলিশ আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ইটবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের মো.মোছলেম গাজীর ছেলে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.মোফাজ্জেল হোসেন জানান, খোকন পেশায় একজন ট্রলি চালক । এছাড়া মাদক সেবনকারী। স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শনিবার খোকনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
|