বরিশালে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদন বরিশাল।
|
![]() নিউজ ডেস্কঃ অত্যাবশ্যকীয় পরিসেবা খাতে ধর্মঘট বন্ধে পরিসেবা বিল ২০২৩ বাতিল, নূন্যতম মজুরী ২০ হাজার টাকা নির্ধারণ,বাজারের দব্যমূল্য নিয়ন্ত্রণ,নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান,দিন মজুরদের সারা বছর কাজ ও সকল শ্রমজীবীদের রেশন প্রদানের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বরিশাল জেলা কমিটি। শনিবার (১৩মে) সকাল ১০ টায় নগরীর প্রান কেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়। বরিশাল মহানগর জাতীয়তাবাদী শ্রমিকদল মহানগর আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসময় বক্তব্য রাখেন বরিশাল জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি এ্যাড, একে আজাদ, জাকির হোসেন,বরিশাল মহানগর শ্রমিকদল সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম,বরিশাল নৌ-যান শ্রমিক ফেডারেশন সভাপতি শেখ আবুল হাসেম মাস্টার, আলাউদ্দিন মোল্লা,মহানগর শ্রমিকদল যুগ্ম আহবায়ক শাহজাদা খন্দকার,তুষার সেন,শন্তু মিত্র,আলি হোসেন,কাউসার হোসেন মনু,মোঃ আলতাফ হোসেন প্রমুখ। এসময় বক্তরা অভিলম্বে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের দীর্ঘদিনের এই নায্য দাবী ব্যাস্তবায়নের জন্য জোড় দাবী করেন। |