ময়মনসিংহের ফুলপুরে রাস্তার পাগলীর জমজ শিশু সন্তান।
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
|
![]() নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুরে রাস্তায় বসবাস করা ভারসাম্যহীন মানসিক পাগলী সুফিয়া ওরফে শিউলি(২০) নামের অজ্ঞাত পরিচয়ের সেই যুবতী পাগলীটি ১৪ মে রবিবার ভোর সকালে ফুটফুটে দুই কন্যা সন্তান প্রসব করেন। কিন্তু বাবা হয়নি কেউ। জানা গেছে, ফুলপুর হাসপাতালের সামনে গত ২ মে মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় ঘুরাফেরা ও কান্না করছিল। এমন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর বিষয়টি জানতে পেয়ে তাকে উন্নত চিকিৎসা দেন। এ সময় আলট্রাসনোগ্রাফে ধরা পড়েছিলো তার পেটে দুটি কন্যা সন্তান এবং ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। ৩৬ সপ্তাহ না গেলে সিজার বা কোন পদক্ষেপ গ্রহণ করা যাবে না। তবে মানসিক ভারসাম্যহীন পাগলীর যেন কোনো সমস্যা না হয় ফুলপুর হাসপাতালের কর্তৃপক্ষ সার্বক্ষণিক তার চিকিৎসা খোঁজখবর রাখেন । রবিবার ভোর সকালে প্রসব ব্যাথা উঠলে নার্স উম্মে সালমার হাতে নরমাল ডেলিভারির মাধ্যমে দুই কন্যা সন্তানের জন্ম হয়। সকাল ৮:২০ মিনিটে ১ম সন্তান ওজন ২ কেজি, ২য় সন্তান ৮:২৫ মিনিটে ওজন ১কেজি ১৫ গ্রাম হয়। পাগলীর প্রসব ব্যাথা খবর শুনে তাৎক্ষণিক ছুটে আসেন অত্র হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর নবজাতক শিশুর খোঁজখবর শারীরিক অবস্থা জানতে হাসপাতালের দায়ীতে থাকা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার তানহীন আক্তার সুমি, শিশু বিশেষজ্ঞ ডাঃ রেবেকা সুলতানা, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ করিমন পন্ডি, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অনুপম ক্লান্ত ঠাকুর প্রমুখ। |